বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কড়াইল বৌ-বাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট
  •   বাকৃবিতে শিক্ষকদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণ
  •   সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেনসহ আটক ২
  •   মতলবে মেয়াদোত্তীর্ণ কমিটি বাদ দিয়ে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল।
  •   এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশন্স চাঁদপুর-এর বৃত্তি পরীক্ষা

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৫

ইছামতী নদী থেকে একদিনে তিন যুবকের মরদেহ উদ্ধার

মো: জাকির হোসেন
<b>ইছামতী নদী থেকে একদিনে তিন যুবকের মরদেহ উদ্ধার</b>
ছবি : সংগৃহীত

যশোরের শার্শা সীমান্তে সংঘটিত এই ঘটনাটি দেশবাসীর মনে শোকের ছায়া ফেলেছে। বুধবার (১৮ ডিসেম্বর) একদিনের মধ্যে ইছামতী নদী থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা তো বটেই, সারা দেশই শোকাহত।

বাংলাদেশ জার্নাল সহ একাধিক জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট ও পুটখালী সীমান্তের ইছামতী নদী থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে জাহাঙ্গীর কবির (৩৭), সাবুর আলী (৩৫) এবং সাকিবুল ঢালী (৩০) রয়েছেন।

হত্যার কারণ:

মৃতদেহগুলোতে অস্ত্রের আঘাত ও পিটুনির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের কুপিয়ে ও পিটুনি দিয়ে হত্যা করেছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত ব্যক্তিরা ভারতে চোরাচালানে গিয়েছিলেন এবং ফিরতি পথে এই ঘটনা ঘটেছে।

বিজিবি ও পুলিশের তদন্ত:

বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। বিএসএফের পক্ষ থেকে এই ঘটনাকে অস্বীকার করা হলেও, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।

জনমনে উদ্বেগ:

এই ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত। তারা সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়